• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভাঙ্গনের সুর ৮ দলীয় জোটে 

     dailybangla 
    22nd Dec 2025 7:34 pm  |  অনলাইন সংস্করণ

    ইসলামী আন্দোলন (চরমোনাই) একশত-এর বেশি আসন দাবি

    কামাল চৌধুরী: জামায়াতে ইসলামী-ইসলামী আন্দোলন (চরমোনাই)সহ ৮ দলীয় জোটের আসন বন্টন নিয়ে লিয়াজো কমিটির সভা দীর্ঘ দিন যাবত চলেও গতকাল সোমবার পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। তবে আজও (মঙ্গলবার) বসবে লিয়াজো কমিটির বৈঠক। ৮ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলামী পরই সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন হচ্ছে ইসলামী আন্দোলন (চরমোনাই)। ইসলামী আন্দোলনই (চরমোনাই) সাংগঠনিক ভাবে ৬৪ জেলায় তাদের কমিটি এবং ব্যাপক জনসমর্থন রয়েছে। এদিকে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক লিয়াজো কমিটির একাধিক সূত্রে জানা যায়, এখনো অনেক সময় আছে, হয়তো একটা সুরাহায় পৌঁছাতে পারবো।

    লিয়াজো কমিটির সূত্রে আরো জানায়, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় হলেও ২০ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ এলাকায় মনোনয়ন পত্র জমা দিলেও যদি ঐক্যমতে পৌঁছানো যায় তাহলে জোট অটুট থাকবে। তবে নির্বাচনকালীন জোট না থাকলেও নির্বাচনের পর ঠিকই ৮ দলীয় জোট থাকবে। এদিকে ইসলামী আন্দোলন (চরমোনাই) এর নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় কমিটির একটি সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন (চরমোনাই) মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় তাদের সমর্থকদের ভোট আমরা প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন (চরমোনাই) একশতের অধিক পরিমাণে আসন দাবি করেছে।

    এদিকে নির্বাচনী ডামাডোল বাজার সঙ্গে সঙ্গে জোট গঠনের আগে জামায়াতে ইসলামী এবং ইসলমী আন্দোলন তিনশত আসনেই তাদের প্রার্থী ঘোষণা করে। ঘোষিত আসন গুলোতে প্রার্থীগণ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের নির্বাচনী প্রচারণা জোট গঠনের পরও অব্যাহত থাকে। এসব প্রচার প্রচারণায় ইসলামী আন্দোলন (চরমোনাই) এর প্রার্থীরা অনেকটা এগিয়ে আছে জামায়াতে ইসলামীর প্রার্থীদের চেয়ে। যেমন ঢাকা-১৫ আসনে জামায়াতের আমীর শফিকুর রহমান, ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন (চরমোনাই) কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান প্রচার ও প্রচারণা সর্বাধিক আলোচনায় রয়েছেন।

    তবে ঢাকা-৭ আসনের ইসলামী আন্দোলন (চরমোনাই) মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সার্বিক প্রচার-প্রচারণা ও জনসংযোগ সকল রাজনৈতিক দলের সম্ভব্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে। আলহাজ্ব আব্দুর রহমান ইসলামী আন্দোলন (চরমোনাই) এর হাতপাখা দিয়ে দুই বার সিটি করপোরেশন এর মেয়র প্রার্থী ছিলেন এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনেও ঢাকা-৭ আসনে অংশগ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় বাসিন্দা হিসেবে লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, কোতোয়ালী, বংশাল থানা এলাকার জনসাধারণের কাছে হাতপাখার প্রার্থী হিসেবে অধিক পরিচিত।

    এদিগে ৮ দলীয় জোটের আসন বন্টনের আজকের (মঙ্গলবার) মিটিং নিয়ে জোটের সম্ভব্য প্রার্থীগণ রয়েছে টেনশনে। কে কোন আসনে নির্বাচন করার জোটের অনুমোদন পাচ্ছেন, আবার কারা নির্বাচন থেকে ছিটকে পড়ছেন। এদিকে জোটের একাধিক সূত্রে আরো জানাগেছে, আসন বন্টন নিয়ে সন্তুষ্ট না হলে বর্তমান রাজনৈতিক মাঠের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল ইসলামী আন্দোলন (চরমোনাই) জোট থেকে বেরিয়েও গিয়েও তাদের সমমনা রাজনৈতিক দল নিয়ে আলাদা জোট করে নির্বাচন করতে পারে। তবে যাতে ৮ দলীয় জোট না ভাঙ্গে সে দিকটা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ সতর্কতা অবলম্বন করছেন। এদিকে অন্য একটি সূত্রে জানাগেছে, আজকের অর্থাৎ মঙ্গলবারের লিয়াজো কমিটির বৈঠকে নির্ভর করছে জোট থাকবে কি থাকবে না।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031