ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন
শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোটাধিকার নিশ্চিতকরণে সর্বাত্মক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এ উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ থেকে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে, যা আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী চলমান থাকবে। এ সময় উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে অবস্থিত মোট ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি, নিয়মিত টহল এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কার্যক্রম জোরদার করা হয়েছে। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সরকার গঠনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের আয়োজন করেছে। কোস্ট গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল বয়স, পেশা ও শ্রেণির নারী-পুরুষের মাঝে গণভোটের বিষয়টি তুলে ধরার মাধ্যমে নাগরিকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে, ইনশা আল্লাহ।
বিআলো/এফএইচএস



