ত্রয়োদশ নির্বাচনের তফশিল ঘোষণা কবে জানালেন ইসি মাসউদ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় অথবা সর্বোচ্চ ১১ ডিসেম্বর তফশিল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে বুধবার নির্ধারিত বৈঠক শেষ করেই তফশিল ঘোষণা করা হতে পারে। কোনো কারণে সময়সূচি এক দিন পিছোলে ১১ ডিসেম্বর সর্বশেষ তফশিল দেওয়া হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, তফশিল ঘোষণার ভাষণ প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের রেকর্ড করা ভাষণের মাধ্যমেই তফশিল প্রকাশ করা হবে।
ইসি সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার আলোচনার পর সিইসির ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু ঠিক থাকলে সেই ভাষণই সন্ধ্যায় প্রচারিত হবে। এ ছাড়া ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণের বিষয়ে কমিশন ইতোমধ্যে প্রাথমিক আলোচনা করেছে।
এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম জাতীয় ভোট আয়োজন। গুরুত্বপূর্ণ এ নির্বাচনের মাধ্যমে কমিশনের পরিচালন সক্ষমতা বড় পরীক্ষার মুখে পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিআলো/শিলি



