ত্রয়োদশ সংসদ নির্বাচন: ড্রোন নিষিদ্ধ, সেনা মোতায়েনের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গোপনীয়তা লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকি রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার এক অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন আধুনিক প্রযুক্তি হলেও তা গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তা ঝুঁকি, আইনবহির্ভূত ব্যবহার ও তথ্য চুরির আশঙ্কা তৈরি করে। এসব কারণেই নির্বাচনের সময় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।
এদিকে ভোটের সময় নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রেখেছে কমিশন। পার্বত্য এলাকার দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী পরিবহন ও কর্মকর্তাদের চলাচলের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
ইসি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার পরামর্শে নির্বাচনের আগে ও পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হবে। কমিশন এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভুয়া তথ্য প্রচার রোধ ও ড্রোন নিষিদ্ধকরণ।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
বিআলো/শিলি



