ত্রাণ বহনকারী ম্যারিনেট এখনো চলছে ইসরাইলের নজর এড়িয়ে
আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিস্তিনের জন্য ত্রাণ বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একমাত্র নৌযান দ্য ম্যারিনেট এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে আসেনি। পোল্যান্ডের পতাকা বহনকারী এই নৌযানে রয়েছেন ছয়জন আরোহী, যারা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদভাবে ভেসে চলছেন।
লাইভ ট্র্যাকিং অনুসারে, ম্যারিনেটের গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (প্রায় ৪ কিমি) এবং এটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিমি দূরে অবস্থান করছে। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, ইঞ্জিনে সমস্যা হয়েছিল যা বর্তমানে ঠিক করা হয়েছে।
ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছে, ম্যারিনেট এখনও স্টারলিংক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত রয়েছে এবং লাইভস্ট্রিম কার্যকর রয়েছে। আয়োজকদের পোস্টে বলা হয়েছে, “ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়; এটি ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক। গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।”
অন্যদিকে, বহরের প্রায় সব নৌযান ইতোমধ্যেই ইসরাইল দ্বারা আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। অনেক দেশ এই আটককে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে নিন্দা জানিয়েছে।
বিআলো/শিলি