ত্রিশালে খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ সোহাগ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খাগাটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খাগাটি জামতলী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আলী ফরায়েজি’র সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধনী কার্য্যক্রম শুরু হয় আজহারুল ইসলাম সহঃ শিক্ষক আইসিটি ও রাজনকান্ত ভট্টাচার্য প্রভাষক ইংরেজি এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ খবির উদ্দিন উপাধ্যক্ষ খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসা।
বক্তব্য রাখেন মোঃ শহীদ উল্লাহ, প্রধান শিক্ষক ঈদগাহ উচ্চ বিদ্যালয়,সাবেক অভিভাবক সদস্য মাহবুবুল আলম, আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,বীরমুক্তিযোদ্ধা ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
পরে আমন্ত্রিত অতিথিগণ উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও উপস্থাপনা উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় খাগাটি জামতলী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ