থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিতের মৃত্যু, রাষ্ট্রীয় শোক ঘোষণা
আর্ন্তজাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা, সাবেক রানি সিরিকিত আর নেই। ৯৩ বছর বয়সে তিনি শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্র: নিক্কেই এশিয়া
থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, রানি সিরিকিত দীর্ঘ সময় রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী ছিলেন। রাজা ভূমিবল ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। দাম্পত্য জীবনে তারা ছয় দশকেরও বেশি সময় একসাথে ছিলেন।
রাজা মাহা ভাজিরালংকর্ন শোক প্রক্রিয়ার অংশ হিসেবে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া রাজকীয় মর্যাদায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোনে শায়িত হবে। রাজপরিবারের সদস্যরা এক বছরের জন্য শোক পালন করবেন।
থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, সিরিকিতের মৃত্যুর কারণে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে তার রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন।
বিআলো/শিলি



