থাইল্যান্ডে হিরোস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে বাংলাদেশের তিন পদক
এক আসরে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জয়ের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জাগিয়েছে
মেশকাত সাকিব: থাইল্যান্ডে অনুষ্ঠিত অষ্টম হিরোস কাপ আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় তিনটি পদক জিতে সাফল্যের নজির গড়েছে বাংলাদেশ। ৯ ও ১০ আগস্ট পাতায়া শহরে আয়োজিত এ আসরে বাংলাদেশের খেলোয়াড়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে আলোচনায় আসেন।
বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি, উত্তরার তিন প্রতিযোগী এতে অংশ নেন। তাদের তত্ত্বাবধানে ছিলেন একাডেমির কোচ আমেনা বেগম প্রিয়া।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ পুমসে ক্যাটাগরিতে স্বর্ণ পদক অর্জন করেছেন ঢাকার উত্তরার শুভ্রনীলা ঘোষ। অনূধ্ব-৩০ পুমসে ক্যাটাগরিতে রৌপ্য জিতেছেন নুহরাতুন নাঈমা ইসলাম। আর অনূর্ধ্ব-১৭ পুমসে ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রাজদীপা ঘোষ।
এক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ তিনটি পদক অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। বিজয়ীরা বলেন, বিজয় শুধু আমাদের নয় পুরো দেশের। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামীতে ও যেনো দেশের বাইরে থেকে এমন অর্জন তুলে আনতে পারি।
বিআলো/তুরাগ