থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনা: ত্রাত প্রদেশে কারফিউ জারি
আর্ন্তজাতিক ডেস্ক: কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ায় থাইল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে দেশটির সরকার।
রোববার (১৪ ডিসেম্বর) থাই কর্তৃপক্ষ জানায়, বিতর্কিত সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছর থাইল্যান্ড ও কম্বোডিয়া একাধিকবার সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। মে মাসে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরোনো বিরোধ আরও তীব্র হয়, যার ফলে সীমান্তের দুই পাশে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
কারফিউ ঘোষণার পর ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কংসিরি বলেন, সংঘর্ষ এখনো চলমান এবং আলোচনার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি সেতু ধ্বংস করেছে, যেটি দিয়ে কম্বোডিয়া ভারী অস্ত্র সরবরাহ করছিল বলে তাদের দাবি। পাশাপাশি কোহ কং প্রদেশে মোতায়েন কামান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হলেও পর্যটন এলাকা কোহ চ্যাং ও কোহ কুড এর বাইরে থাকবে। এর আগে সাকেও প্রদেশেও একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়, যা এখনো বহাল রয়েছে।
বিআলো/শিলি



