থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি থামেনি, বাস্তুচ্যুত ৭ লাখ মানুষ
dailybangla
13th Dec 2025 2:40 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুদ্ধবিরতির ঘোষণা এলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ থামেনি। নতুন করে সহিংসতায় ছয় দিনে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশের নিরাপত্তা হুমকিতে থাকলে সামরিক অভিযান চলবে। তার এ বক্তব্যের পর কম্বোডিয়া অভিযোগ করে, থাই বিমান থেকে তাদের ভূখণ্ডে বোমা হামলা চালানো হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এফ-১৬ যুদ্ধবিমান থেকে সাতটি বোমা ফেলা হয়। সংঘর্ষের ফলে দুই দেশের প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ফোনালাপের মাধ্যমে তিনি দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



