জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে মিছিল ও সমাবেশ
আজমির মিশু,ফেনী: খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে জুলাই সনদের ঘোষণা ও গণহত্যার বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বাদ আসর ফেনী জহিরিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
ফেনী শহর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা আবদুর রহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, মুহাম্মদ সাইফুল্লাহ ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জহিরুল ইসলাম পাভেল।
এছাড়া ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল রাকিব, সেক্রেটারি আবদুল্লাহ আল নাঈম, শহর শাখার সেক্রেটারি আবদুর রহমান, সহসভাপতি মাওলানা ফজলুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আইয়ুবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদের নামে মুসলিম উম্মাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ঘোষণার তীব্র প্রতিবাদ ও গণহত্যার বিচার এখন সময়ের দাবি।
বিআলো/তুরাগ