• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি—পার্বত্য উপদেষ্টা 

     dailybangla 
    27th Dec 2025 6:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। দেশের চার কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে।

    আজ গাজীপুরের সালনায় আঞ্চলিক অফিস প্রাঙ্গণে ইউসেপ গাজীপুর রিজিয়নের উদ্যোগে আয়োজিত ‘জব ফেয়ার–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে চার কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সবসময় যুবসমাজকে অগ্রাধিকার দিয়ে আসছেন। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করছে, যা প্রশংসার দাবি রাখে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব যুবকদের দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

    কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে সুপ্রদীপ চাকমা বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলছে। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এ ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

    অনুষ্ঠানে পৌঁছালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

    ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ, ক্রাইম) মো. রবিউল ইসলাম এবং গুডউইভের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031