দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎ কেন্দ্র ধসে সাতজন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে অন্তত সাতজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান শহরে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা এক বিবৃতিতে জানায়, কোরিয়া ইস্ট-ওয়েস্ট পাওয়ারের উলসান পাওয়ার সদর দপ্তরে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আরও কমপক্ষে সাতজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সংস্থাটি জানিয়েছে, আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক সব মন্ত্রণালয় ও সংস্থাকে উদ্ধার অভিযানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় বিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে ফেলার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংসের প্রস্তুতিকালেই কাঠামো ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
সরকারি সূত্র জানায়, উদ্ধারকাজে শতাধিক অগ্নিনির্বাপণকর্মী, পুলিশ ও উদ্ধারকারী দল অংশ নিচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের অবস্থান শনাক্তে ড্রোন ও তাপ সেন্সর ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত দল গঠন করেছে।
বিআলো/এফএইচএস



