দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্য হত্যার দাবি ইসরাইলের
আর্ন্তজাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় একটি লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্য নিহত হন।
বিবৃতিতে বলা হয়, নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি সংগঠনটির সামরিক স্থাপনা পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন।
তবে ইসরাইল দাবি করলেও লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে। লেবানন-ইসরাইল যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল শতাধিকবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া দক্ষিণ লেবাননের কিছু এলাকা এখনও ইসরাইলি দখলে রয়েছে, যা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।
বিআলো/শিলি



