দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আদালতে হাজির
dailybangla
22nd Sep 2025 2:36 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুদানের বিরোধীদলীয় নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার সোমবার আদালতে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও বিশ্বাস লংঘনের অভিযোগ আনা হয়েছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
তার আইনজীবী অভিযোগ করেছেন, “এই আদালতে মহামান্য ডক্টর রিক মাচারের বিচার করা উচিত নয়।” এ বছরের শুরুতে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ মাচারের বিরুদ্ধে আনা হয়েছিল।
মাচারের সমর্থকেরা বলছেন, এই অভিযোগগুলো তাকে ক্ষমতা থেকে সরানোর এবং ২০১৮ সালের ক্ষমতা ভাগাভাগির চুক্তি দুর্বল করার চেষ্টা।
বিআলো/এফএইচএস