দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘের রেডিও মিরায়া’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সুদানের ইউনিটি স্টেটে ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রেডিও মিরায়া জানায়, বিমানটি উত্তরাঞ্চলের একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি এবং তথ্যমন্ত্রী মাইকেল মাকুই তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে, রাজধানী জুবা থেকে ইয়ারোল শহরে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়।
বিআলো/শিলি