দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে দলিত জনগোষ্ঠির সদস্যরা।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিডিইআরএম নোয়াখালী জেলা শাখার সভাপতি মিঠু কুমার দাস, সাধারণ সম্পাদক সুনীল রবি দাস, সহসভাপতি গীতা রানী দাস, সহ-সম্পাদক দিলিপ কুমার দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আজ বিশ্ব মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই দিনে আমরা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। থাকার মতো জায়গা-জমি নেই, উন্নত চিকিৎসা নিতে পারি না, সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে পারি না। আমাদের কোনো স্থায়ী কর্মসংস্থান নেই। সবচেয়ে বড় কথা—আমাদের কথা বলার মতো কোনো প্রতিনিধিত্ব নেই।”
তারা আরও বলেন, সরকারের কাছে তাদের দাবি হলো—দলিত জনগোষ্ঠির মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
বিআলো/ইমরান



