দলে ফিরছেন বাবর আজম
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চূড়ান্ত দল গঠন করেছে। বোর্ড সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামী সপ্তাহে।
এই সিরিজে দলে ফিরছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও ইনজুরি কাটিয়ে ফেরা পেসার নাসিম শাহ। দুজনের ফেরায় দল নতুন গতি ও স্থিতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
হারিস রউফ ও হাসান আলির সঙ্গে নাসিম শাহ গড়ে তুলবেন পেস আক্রমণ, আর ব্যাটিং লাইনআপের নেতৃত্বে থাকবেন বাবর আজম। তরুণ ব্যাটার সায়েম আয়ুব ও মোহাম্মদ হারিসও দলে জায়গা ধরে রেখেছেন। ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন খুশদিল শাহ ও হুসেইন তালাত। তাদের জায়গায় সুযোগ পাচ্ছেন নতুন অলরাউন্ডার ইরফান নিয়াজি।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৪০০ থেকে ৩,০০০ রুপি, আর টি-টোয়েন্টির ভিআইপি টিকিট পাওয়া যাবে ৮০০ রুপিতে।
বিআলো/শিলি



