• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দশ হাজারের অধিক প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সংযুক্ত আরব আমিরাতে 

     dailybangla 
    26th Mar 2025 8:26 pm  |  অনলাইন সংস্করণ

    মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসিরের (সিআইপি) অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল।

    প্রবাসের মাটিতে আগে এত বড় ইফতারের আয়োজন দেখেননি বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। সম্প্রতি আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি প্রবাসী, আমিরাতে বসবাসরত ভারত, পাকিস্তানের নাগরিকসহ বিভিন্ন দেশের ১০ হাজারের বেশি মানুষের সমাগম ঘটে। নারীদের জন্যও করা হয়েছিল পৃথক স্থানে ইফতারের ব্যবস্থা।

    ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী, দেশবিদেশের কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবার, বাংলাদেশিসহ ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা, আমিরাতে অবস্থানরত বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্যরাসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলকে সফল করতে প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন।

    আল হারামাইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির বলেন, প্রবাসে যারা বসবাস করে ও পরিবার নিয়ে এ দেশে রয়েছে, তাদের মিলিত হওয়ার সুযোগ থাকে না। আমি চেষ্টা করি যারা পরিবার ছাড়া এ দেশে রয়েছে বা পরিবারসহ রয়েছে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করার। বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতি বছর এ আয়োজন করা হয় বলে জানান তিনি।১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএতে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছেন সুগন্ধি প্রিয়দের হৃদয়।

    আলহাজ মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপির সভাপতিত্বে ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন তার মেয়ে কোম্পানির পরিচালক মুনিরা রহমান। শেষে দেশ, প্রবাসী ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031