দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জন আটক
শাহাদাত হোসেন তালুকদার (সাকু), দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ধীতপুর এলাকায় মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগ মিছিল চলাকালে পুলিশ ৫ জনকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে মিছিল বের করার সময় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। মিছিলে অংশ নেওয়া বাকি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত নেতা ও কর্মীদের এলাকায় নাশকতা ঘটানোর আশঙ্কায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দাউদকান্দি পৌর বাজার, শহীদ নগর, রায়পুর ও ইলিয়টগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল চলাকালে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিআলো/এফএইচএস