দাউদকান্দিতে রাজনৈতিক পালাবদল: সোহেল প্রধানসহ শতাধিক নেতার বিএনপিতে যোগদান
স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন সোহেল প্রধান
নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দি উপজেলার রাজনীতিতে স্পষ্ট পরিবর্তনের বার্তা মিললো। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বড় অংশ এবার যোগ দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
গোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রধান শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
সোমবার গোয়ালমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সেন্দী বিএনপি অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। আজকের এই যোগদান প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম, দাউদকান্দি বিএনপির সাবেক যুগ্ম চেয়ারম্যান আহাম্মদ তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া এবং গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নতুন যোগদানকারী মোঃ সোহেল প্রধান এ সময় বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বিএনপির সঙ্গে একাত্ম হয়েছি। ইনশাআল্লাহ, দাউদকান্দিতে বিএনপিকে আরও শক্তিশালী করতে সকলে মিলেই কাজ করবো।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল দাউদকান্দির তৃণমূল রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। তারা মনে করছেন, এতে বিএনপির সাংগঠনিক শক্তি যেমন বাড়বে, তেমনি আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
বিআলো/তুরাগ



