দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
dailybangla
13th Sep 2025 11:25 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১২ সেপ্টেম্বর) নবগঠিত দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতা-কর্মীদের অভিনন্দন জানান এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আনন্দ মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শত শত কর্মী অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ