দাউদকান্দিতে হানাদারমুক্ত দিবস উদযাপন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দাউদকান্দি হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
র্যালির পর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হানাদারমুক্ত দিবস এই এলাকার মানুষের জন্য গৌরবময় দিন। তারা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও অবক্ষয় মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা এসমিয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানানো প্রয়োজনীয়তার ওপর আরও গুরুত্ব দেন, যাতে তারা দেশের গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে।
বিআলো/তুরাগ



