দাউদকান্দি মডেল থানার অভিযানে ২ বৈষম্য বিরোধী মামলার আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: দাউদকান্দি মডেল থানা পুলিশ শনিবার (৫ জানুয়ারি ২০২৬) থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার (কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য) দুই জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে পুলিশ মোঃ রিয়াদ সরকার (২৭), পিতা-মোঃ আলাউদ্দিন সরকার, সাং-তুলাতুলী, থানা-দাউদকান্দি, যিনি পাঁচগাছিয়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি, এবং মোঃ খোকন বেপারী (৫২), পিতা- মৃত নান্নু মিয়া, মাতা- জুলেখা বেগম, সাং- মাতলা, কফিল উদ্দিন বেপারী বাড়ি, ইউ-বিটেশ্বর, থানা-দাউদকান্দি, জেলা- কুমিল্লা, যিনি বাংলাদেশ কৃষকলীগ দাউদকান্দি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের পুলিশ যথাযথ বিধি মোতাবেক আদালতে সোপর্দ করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে বৈষম্য বিরোধী মামলার আসামী। অভিযান ও গ্রেফতারের মাধ্যমে দাউদকান্দি থানার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।
বিআলো/তুরাগ



