দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় গতি, জুয়ানপুরে প্রথম পথসভা
দাউদকান্দি–মেঘনায় বিএনপির নির্বাচনী বার্তা স্পষ্ট
মো. শাহাদাত হোসেন তালুকদার, দাউদকান্দি: কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে গতি পেয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলার জুয়ানপুর এলাকায় বিএনপির প্রথম পথসভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই পথসভায় ধানের শীষের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূঁইয়ার বাড়ি থেকেই আমি আমার নির্বাচনী প্রচারণার সূচনা করেছি। জুয়ানপুর গ্রাম ও জুয়ানপুর প্রাইমারি স্কুল কেন্দ্র এই এলাকার একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। আমি আশাবাদী, এখানকার মানুষ বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো কর্মসূচিতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির সুস্পষ্ট প্রকাশ ঘটে, যা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সী, গোয়ালমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভূঁইয়ার ছোট ভাই আবুল হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান নুর আলম ভূঁইয়া বুলু, চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান, প্রফেসর শাহ আলম ভূঁইয়া এবং গোয়ালমারি ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ এম আব্দুল লতিফ ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকার।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দাউদকান্দি–মেঘনার মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে।”
বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি–মেঘনা আসনে বিএনপির শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে।
বিআলো/তুরাগ



