দাগনভুঁঞা উপজেলায় ডা. মানিকের গণসংযোগ: “আমাদের দায়ীত্ব জনগণের জন্য নিবেদিত”
ফেনী প্রতিনিধি: দাগনভুঁঞা উপজেলার সদর ইউনিয়নের লেংগারটেক বাজারে গণসংযোগ কালে ফেনী-৩ (দাগনভুঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, “আমাদের দায়ীত্ব, ক্ষমতা ও কর্মতৎপরতা জনগণের জন্য নিবেদিত, ইনশাআল্লাহ।”
ডা. মানিক আরও বলেন, “এক যুগের অধিক সময় ধরে দাগনভুঁঞা-সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে আছি। বিগত আওয়ামী সরকারের সময়ে ৮০টিরও বেশি মামলার পুনরাবৃত্তি সত্ত্বেও মাঠ ছাড়িনি। সকল সংকট এবং উৎসবে জনগণের পাশে থেকেছি আমার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী। আমাদের দায়ীত্ব ও ক্ষমতা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না। বরং সকল সুযোগ জনগণের জন্য নিবেদিত থাকবে। আমরা মাটি ও মানুষের সাথে সম্পর্ক আরও দৃঢ় করবো এবং যুবকদের নিয়ে সপ্নের বাংলাদেশ গড়ে তুলব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন জামায়াতের আমীর আলা উদ্দিন মিষ্টার, ইউনিয়ন সেক্রেটারি খোরশেদ আলম, জামায়াত নেতা সালাহ উদ্দিন সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/ইমরান



