দাগনভুঞার মাতুভুঞা সংযোগ খাল জবর দখলে, পানি প্রবাহ বন্ধ
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনী-নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দাগনভুঞার মাতুভুঞা সংযোগ খালটি বর্তমানে মরা নালায় পরিণত হয়েছে। খালটির পানি প্রবাহ প্রায় বন্ধ, যার কারণে বর্ষার সময়ে দাগনভুঞা পৌরসভার বিভিন্ন এলাকায় পানি বন্দি হয়ে স্থানীয় বাসিন্দারা সীমাহীন কষ্ট ভোগ করছেন।
সরেজমিনে দেখা গেছে, মাতুভুঞা ব্রিজের গোড়া থেকে খালটি উপজেলা পরিষদ সংলগ্ন বাজারের জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া খালটি বসুর হাট সড়কের পাশে দাদনা খালের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে জবর দখল ও অবহেলার কারণে খালটির প্রাকৃতিক অবস্থা বিলীন হয়ে গেছে। কিছু স্থানে খালটি প্রশস্ত থাকলেও তা পরিত্যক্ত, ময়লা পানি ও দুর্গন্ধযুক্ত হয়ে ডেঙ্গু মশার লার্ভার সৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
একসময় খালটির মাধ্যমে নৌকা চলাচল করা হতো এবং ব্যবসায়ীরা দাগনভুঞা বাজারে পণ্য পরিবহন করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খালটি সঙ্কুচিত হয়ে মরা খালের রূপ নিয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকার পরিবর্তনের পর থেকে দাগনভুঞা ও অন্যান্য উপজেলায় দখলকৃত খালগুলো উদ্ধার করার কাজ শুরু হয়েছে। দাগনভুঞার দাদনার খাল উদ্ধারে পরিমাপের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে জবর দখলকারীদের হাত থেকে খালটি উদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, শুধুমাত্র বসুর হাট সড়কের পাশে দাদনার খাল উদ্ধারের মধ্য দিয়ে সমস্যা সমাধান হবে না। জিরো পয়েন্ট থেকে মাতুভুঞা ব্রিজ পর্যন্ত খালটি পূর্ণরূপে উদ্ধারের প্রয়োজন। এতে বাজার ও আশেপাশের এলাকার পানি দ্রুত নিস্কাশন হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বস্তিময় হবে। মৃত খাল পুনরায় খনন ও সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে।
বিআলো/এফএইচএস