দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময়
আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। স্থানীয় সাংবাদিকদের মতামত শোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এ সভার আয়োজন করা হয়।
বুধবার (২১ জানুয়ারী) দুপুর ১২টায় দাগনভূঞা উপজেলার দুলামিঞা কটন মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দাগনভূঞার ভোটার সাংবাদিকদের পাশাপাশি ফেনীতে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি ও রিপোর্টার্স ফোরামের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, “বর্তমান সমাজে বৈষম্য বহুমাত্রিক রূপ নিয়েছে। ঘরে-বাইরে, সমাজে ও রাষ্ট্রে চরম বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য দূর করতে হলে সমাজে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমার কোনো শত্রু নেই, তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছে। নির্বাচনে জয়ী হলে আমি ফেনীর মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করব।” এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য উপস্থিত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শুরুতেই প্রায় দুই ঘণ্টাব্যাপী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন, মতামত ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন আবদুল আউয়াল মিন্টু। স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে খোলামেলা আলোচনা হয় সভায়।
বিআলো/তুরাগ



