দারাজ বাংলাদেশে প্রশাসনিক শীর্ষপদে যোগ দিলেন রুবেল হাসান আদি
এস এম শাহজালাল সাইফুল: প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞ রুবেল হাসান আদি সম্প্রতি দারাজ বাংলাদেশ লিমিটেডে ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) পদে যোগদান করেছেন। ১৫ জুলাই ২০২৫ তারিখ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
রুবেল হাসান আদি এর আগে আব্দুল মোনেম লিমিটেডে ম্যানেজার – অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি ও প্রোটোকল পদে দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি সাধিত হয়।
একজন উচ্চশিক্ষিত ও পেশাগতভাবে দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রুবেল হাসান আদি ইতোমধ্যেই কর্পোরেট মহলে পরিচিত নাম। তিনি মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, এলএল.বি, এবং এইচআরএম ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (PGD) অর্জন করেছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দারাজের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তুলবে।আমরা তাঁর নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানাই।
বিআলো/তুরাগ