• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দায়িত্বের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই : জেলা প্রশাসক 

     dailybangla 
    25th Jan 2026 7:19 pm  |  অনলাইন সংস্করণ

    আবদুল হাই খোকন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অংশগ্রহণে এ প্রশিক্ষণে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

    রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা-এর উদ্যোগে এবং রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম (পিপিএম) এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রও উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “প্রশিক্ষণে যেসব দায়িত্ব ও নির্দেশনা দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।” তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন কার্যক্রম সফল করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

    প্রশিক্ষণে জানানো হয়, কাপ্তাই উপজেলায় ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৩৩৫ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ২৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ১০৪ জন এবং পোলিং অফিসার ২০৮ জন।

    রাঙ্গামাটি–২৯৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা, রাইখালী, চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্গা—এই পাঁচটি ইউনিয়নে মোট ২২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৯৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৮৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১০টি।

    এ উপজেলায় পোস্টাল ভোটসহ মোট ভোটার সংখ্যা ৫০ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ৬৬৯ জন। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব বণ্টন, আইনগত বিষয়, ভোটের দিন করণীয় এবং নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031