দায়িত্বের শুরুতেই ৪ বড় পরীক্ষায় মামদানি
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র শীতের মধ্যেই হাজারো মানুষের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। শপথ অনুষ্ঠানে তিনি নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন ও নাগরিক সুবিধা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনামূল্যে শিশু যত্ন, ফ্রি বাস সার্ভিস এবং সিটি পরিচালিত মুদি দোকানের মতো উদ্যোগের ঘোষণাও দেন তিনি।
তবে বিশ্লেষকদের মতে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে মামদানির সামনে রয়েছে অন্তত চারটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, বিপুল অর্থায়নের প্রশ্ন। ধনীদের ওপর কর বাড়িয়ে বছরে ৯ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা থাকলেও এর জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন, যা গভর্নর ক্যাথি হকুল কতটা সমর্থন করবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
দ্বিতীয় চ্যালেঞ্জ হোয়াইট হাউজের সঙ্গে সম্পর্ক। অভিবাসন নীতিতে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের সঙ্গে মামদানির উদার দৃষ্টিভঙ্গির সংঘাত ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।
তৃতীয়ত, শহরের প্রভাবশালী ব্যবসায়ী মহলের আস্থা অর্জন। কর বাড়ানোর প্রস্তাবে উদ্বিগ্ন অনেক কর্পোরেট প্রতিষ্ঠানের নিউইয়র্ক ছাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ জননিরাপত্তা। অপরাধ কমলেও পুলিশের পাশাপাশি নতুন ‘কমিউনিটি সেফটি বিভাগ’ গঠনের পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
বিআলো/শিলি



