দায়িত্ব পেলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতিই দেশের প্রতিটি সংকটের মূল’, ফেসবুকে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুযোগ পেলে আবারও দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করবে বিএনপি।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান অভিযোগ করেন, দুর্নীতি চাকরি, স্বাস্থ্যসেবা, কৃষি থেকে শুরু করে ব্যবসা সবখানে মানুষের ভোগান্তির প্রধান কারণ।
তারেক দাবি করেন, অতীতে বিএনপি সরকারই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সংস্কার এনেছিল প্রশাসনে শৃঙ্খলা আনা, আধুনিক আর্থিক আইন প্রণয়ন, স্বচ্ছ ক্রয় নীতি ও ২০০৪ সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন ছিল বড় পদক্ষেপ।
তিনি ভবিষ্যতে সাতটি পরিকল্পনার কথা উল্লেখ করেন- রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, পূর্ণ স্বচ্ছতা, বিচারব্যবস্থার সংস্কার, ই-গভর্ন্যান্স, হুইসলব্লোয়ার সুরক্ষা, নৈতিক শিক্ষা ও শক্তিশালী আর্থিক নজরদারি।
তারেকের মতে, সৎ নেতৃত্ব ও জনসমর্থন থাকলে দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের পরিবর্তন সম্ভব।
বিআলো/শিলি



