• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দারফুরে রক্তক্ষয়ী সহিংসতা: রাস্তায় পড়ে আছে লাশের সারি 

     dailybangla 
    01st Nov 2025 9:15 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের এখন রক্তাক্ত নীরবতার শহর। ভয়াবহ সহিংসতার পর রাস্তাজুড়ে পড়ে আছে শত শত মরদেহ, নেই দাফনের ব্যবস্থা বা উদ্ধারকারী কেউ।

    গত সপ্তাহে আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এল-ফাশের দখল করে নেয়। কয়েকদিনের সংঘর্ষে কমপক্ষে ১,৫০০ মানুষকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন প্রায় ৪৬০ বেসামরিক নাগরিক।

    শহরজুড়ে ধ্বংসযজ্ঞের মধ্যে আহতরা এখনো খোলা আকাশের নিচে পড়ে আছে; সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই। জাতিসংঘ সতর্ক করেছে, শহরের ভেতরে আটকে পড়া নিরীহ মানুষ চরম ঝুঁকিতে রয়েছেন।

    নিরাপত্তার খোঁজে প্রায় ৩৬ হাজার মানুষ শহর ছেড়ে ৭০ কিলোমিটার দূরের তাভিলা শহরে পালিয়ে গেছে- যেখানে এর আগেই আশ্রয় নিয়েছে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ। মানবিক সংস্থাগুলো বলছে, পালাতে গিয়ে অনেকেই হয়তো পথে জীবন হারিয়েছেন।

    হায়াত নামে এক নারী জানান, সাতজন আরএসএফ সদস্য তাদের বাড়ি লুটপাট করে এবং তার ১৬ বছর বয়সী ছেলেকে চোখের সামনে হত্যা করে। “রাস্তায় অসংখ্য লাশ পড়ে ছিল, আহতদেরও কেউ তুলতে পারেনি,” হতবিহ্বল কণ্ঠে বলেন তিনি।

    আরেকজন প্রত্যক্ষদর্শী হুসেইনের বর্ণনা- “পুরো শহর মৃত্যু ও আতঙ্কের মধ্যে পড়ে আছে।”

    নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, পালিয়ে আসা মানুষের সংখ্যা বাস্তবে আরও বেশি হতে পারত; তবে অনেকে পথেই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, দারফুরে জরুরি মানবিক সহায়তার জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ২০ মিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মী ও রোগীসহ ৪৫০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ায় জাতিসংঘ গভীর উদ্বিগ্ন।

    দারফুর বিশেষজ্ঞ শায়না লুইস বলেন, “দীর্ঘদিন সতর্ক করার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ না নেওয়ার ফলেই এ ভয়াবহতা।” স্যাটেলাইট ছবিতে শহরের বিস্তীর্ণ এলাকা রক্তের মতো লাল হয়ে থাকার চিত্রও উঠে এসেছে বলে জানান তিনি।

    খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি এখন চরম পর্যায়ে। মানবিক সংস্থারা বলছে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি। সূত্র: আল জাজিরা

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031