দিনাজপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল বিএসএফ
dailybangla
13th Jun 2025 1:01 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে তিন পুরুষ, তিন নারী এবং ৯ শিশু রয়েছেন।
বিআলো/শিলি