দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী অ্যাওয়ার্ড তাদেরকে প্রদান করে। একই সঙ্গে সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের এই অ্যাওয়ার্ডটি প্রদান করে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যানের মো. মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম ও কুকিং এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, নওরীন’স মিরর এর সিইও – সাবেক কো চেয়ারম্যান মেম্বার অ্যাফেয়ার্স কমিটি ই- ক্যাব হোসনে আরা নূরী নওরীন ও বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তা অ্যাড. উম্মে সালমা ।
অনুষ্ঠানে বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও যাদেরকে সম্মাননা প্রদান করা হয়-ডি এ তায়েব (বেস্ট ফিল্ম একটর), মাহবুবা শাহরীন (টিভি ও চলচ্চিত্র প্রযোজক), দেবাশীষ বিশ্বাস ( বেস্ট ফিল্ম ডিরেক্টর), মাকসুদুল হক ইমু (বেস্ট এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট ), দায়ান দায়েম (সাকসেসফুল বিজনেস ম্যান), অ্যাডভোকেট উম্মে সালমা (বিশিষ্ট সমাজসেবী ও নারী উদ্যোক্তা), রোটারিয়ান নাফিসা সুলতানা (সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার), তানিয়া শারমিন উপদেষ্টা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন (সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার), রুমানা রহমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন (সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার), হোসনে আরা নূরী নওরীন (সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার), শাহানাজ ইসলাম (এন্টাপ্রেনার আইকন), জেরীন হান্নান (সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার) রুমানা ইসলাম মুক্তি (মোস্ট পপুলার ফিল্ম একট্রেস), টুনটুনি (বেস্ট চাইল্ড আর্টিস্ট ), আফলাতুন নাহার (কালিনারী আর্টিস্ট), জনি হক (গীতিকার, মায়াজাল), শাম্মী আক্তার (ওমেন এন্টারপ্রেনার), মুক্তা খন্দকার (ফ্যাশন ডিজাইনার), সোমা আবেদীন (ওমেন এন্টারপ্রেনার), সুলতানা পারভীন মুক্তা (ইভেন্ট প্লানার), সাবরিনা শাহিদান অভি (ওমেন এন্টারপ্রেনার), মুক্তা জামান রাখি (ওমেন এন্টারপ্রেনার) আকলিমা আক্তার (ওমেন এন্টারপ্রেনার), সোমা আবেদীন (ওমেন এন্টারপ্রেনার)।
এছাড়া ও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে বক্তব্যে চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব বলেন, আমাদের এ ফাউন্ডেশন-এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান। ঢাকাসহ ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না, সব সময় তাদের খবরাখবর রাখি।
বিআলো/তুরাগ