দিরাইয়ে দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত
মো. আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে দোয়া মাহফিল ও উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার শনিবার দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা নাসির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে নাসির চৌধুরী বলেন, আমার জীবনের শেষ নির্বাচন, আমি আর কখনো আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না।
আমাকে আপনারা যদি নির্বাচিত করেন আমি আপনাদের মুখে হাসি ফোটাবো। তিনি আরও বলেন, বাংলাদেশকে অনেক সংকট থেকে মায়ের মতো মমতায় রক্ষা করেছেন খালেদা জিয়া। গণতন্ত্র, ভোটের অধিকার ও ফ্যাসিবাদী আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিল ও উঠান বৈঠকে বিএনপির ইউনিয়নের সভাপতি আলী আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের দ্বীন ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, বিএনপির যুক্তরাজ্যের সাবেক যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী, দিরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজী সাব্বির মিয়া, দিরাই পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আবুল খায়ের চৌধুরী, হাজী বাচ্চু মিয়া, দিরাই উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রূদ্র মিজান, তাড়ল ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শাহ্ মিনহাজ নূর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা জুসেফ আহমেদ জিসান প্রমুখ।
বিআলো/আমিনা



