দিরাইয়ে ২৯ জানুয়ারি নির্বাচনী অলিম্পিয়াড
মো. আশরাফ উদ্দিন, দিরাই (সুনামগঞ্জ) : দিরাই ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা গত রবিবার সকালে দিরাই উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির সহসমন্বয়কারী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জামায়াতের আমীর, দিরাই পিএফজির পিস এ্যাম্বাসেডর আব্দুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দিরাই পিএফজির সদস্য প্রশান্ত সাগর তালুকদার ও শাহজাহান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় সর্বসম্মতিক্রমে দিরাইয়ে নির্বাচনী সংহিতা পরিহার নিয়ে আগামী ২৯ জানুয়ারি দিরাই সরকারী কলেজে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় দিরাই ওয়াইপিএজি। সভায় জানানো হয়, একটি উদার অসাম্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। আসন্ন নির্বাচনকে সহিংসতা মুক্ত, অবাধ-সুষ্ঠু করতে আমরা কাজ করবো। তারই ধারাবাহিতকায় আগামী ২৯ জানুয়ারি দিরাই সরকারী কলেজে আয়োজন করা হবে নির্বাচনী অলিম্পিয়াডের। সেখানে ছাত্র-ছাত্রীরা অংশ নেবে। সভায় বক্তব্য রাখেন ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য নাজিয়া সরদার, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, ইফতেখার রহমান, মাহফুজুর রহমান, দূরপতি নন্দী, সুবর্না আক্তার ইমা, সুস্মিতা, বাবলী, হাবিবুর রহমান, শরীফ আহমদ, জয়শ্রী বিশ্বাস প্রমুখ।
বিআলো/আমিনা



