দীর্ঘদিন পর বাউফল উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব
মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির বিষয়টি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন-কে আহ্বায়ক এবং সাইফুল ইসলাম ফিরোজ-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম জুরান-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিয়াদ মাহমুদ-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন বলেন, ২০২১ সালে গঠিত উপজেলা যুবদল কমিটি ১৫টি ইউনিয়নে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় তা পরবর্তীতে বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন,
“খুব দ্রুত বাউফলের ১৫টি ইউনিয়নে দলের জন্য নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে, ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন,
“এই দায়িত্ব দেওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারসহ কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”
অপরদিকে সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দীর্ঘ সময় পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের আংশিক কমিটি ঘোষণায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন,
“দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হলে বাউফল উপজেলা যুবদল আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন,
“আমাকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারসহ কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাউফলে একটি শক্তিশালী যুবদল প্রতিষ্ঠা করা হবে।”
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাউফল উপজেলা যুবদল মূল দলের সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন,
“আমাদের একটাই অঙ্গীকার—ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া।”
বিআলো/ইমরান



