দীর্ঘ নীরবতার পর সালমান শাহ ইস্যুতে মুখ খুললেন শাবনূর
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার প্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। রুপালি পর্দায় তাঁদের রসায়ন এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। তবে দীর্ঘ ২৯ বছর পর ফের সালমান শাহর মৃত্যুকে ঘিরে আলোচনায় আসেন এই নায়িকা।
সাম্প্রতিক আদালতের নির্দেশে নতুন করে হত্যা মামলা দায়েরের পর সোমবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মুখ খুলেছেন শাবনূর।
তিনি লিখেছেন, “২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে মামলা দায়ের হয়েছে। বিদেশে থাকাকালীন সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি।”
শাবনূর অভিযোগ করেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ হত্যা মামলায় তার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। “এ বিষয়ে আমার নাম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই,” বলেন এই অভিনেত্রী।
তিনি আরও লেখেন, “সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে।”
শাবনূর বলেন, “সালমান শাহর অকাল মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছিল। তবে এখনো স্পষ্ট করে বলতে চাই, আমি জানি না তিনি কীভাবে মারা গেছেন। শুধু চাই, সঠিক তদন্ত হোক এবং দোষী যেই হোক, ন্যায়বিচার হোক।”
সবশেষে সালমানের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে অভিনেত্রী লেখেন, “সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের তা সালমানের মা নীলা আন্টিকে দেখলেই বোঝা যায়। আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সালমানের আত্মার মাগফিরাত কামনা করছি।”
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় নায়ক সালমান শাহ। প্রথমে এটি আত্মহত্যা বলা হলেও, পরিবার দাবি করে- এটি হত্যা। ২১ অক্টোবর নতুন করে দায়ের হওয়া মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
বিআলো/শিলি



