• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন; তফসিল ঘোষণা 

     dailybangla 
    28th Jul 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ

    মীর তোফায়েল হোসেন : দীর্ঘ ৩৫ বছর প্রতীক্ষার পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার ( ২৮ জুলাই) বিকেল তিনটায় রাবির সিনের ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন। ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই আচরণ বিধি প্রকাশ, ০৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ০৭,১০ ও ১২ আগষ্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগষ্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ থেকে ১৯ আগষ্ট মনোনয়নপত্র বিতরণ, ২১,২৪ ও ২৫ আগষ্ট মনোনয়নপত্র দাখিল, ২৭ থেকে ২৮ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগষ্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ০২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ০৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর সোমবার ভোট গ্রহন এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

    প্রধান নির্বাচন কমিশনার জানান, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভোট নির্ভীঘ্ন করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োজিত থাকবে। কোন দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আশা করছি সকল দল স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা সকলের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
    এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড. মো: এনামুল হক, প্রফেসর ড. মো: আমিনুল হক, প্রফেসর ড. মো: নিজাম উদ্দিন, প্রফেসর ড. মো: আব্দুল হান্নান, রাকসু’র ট্রেজারার সেতাউর রহমান। এছাড়াও রিটার্নিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031