দুই দশকের নেতৃত্বের পর এবার ভোটের মাঠে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দুই দশক ধরে দলের কৌশল ও নেতৃত্বে সক্রিয় থাকলেও এবারই প্রথম সরাসরি নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মা খালেদা জিয়ার বহুবারের বিজয়ের আসন বগুড়া-৬ থেকে।
দলের নীতি নির্ধারণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর এবার ভোট রাজনীতিতেও আনুষ্ঠানিকভাবে নাম লেখাচ্ছেন তারেক রহমান। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বগুড়া-৬ আসনে তারেক রহমানের নাম প্রকাশ করা হয়।
এর আগেই অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বগুড়া বিএনপির জন্মভূমি হিসেবে পরিচিত হওয়ায় আসনটিকে দলীয় প্রতীকী গুরুত্ব বহন করে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া-৬ আসনটিতে ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং কখনও পরাজিত হননি।
১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিজয়ী হন তিনি। ২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হয়ে শপথ নেননি, পরে উপনির্বাচনে বিএনপির সিরাজুল ইসলাম আসনটি ধরে রাখেন। ২০২৪ নির্বাচন বর্জনের পর এ বছর আবারও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে বিএনপি এবং প্রথমবারের মতো ভোটের মাঠে নামছেন তারেক রহমান।
সম্প্রতি মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত সভায় বগুড়া-৬ ও ৭ আসন নিয়ে নেতৃত্বের বিশেষ কৌশলের আভাস পাওয়া যায়। অবশেষে সেই জল্পনার অবসান- বগুড়া-৭ এ খালেদা জিয়া ও বগুড়া-৬ এ তারেক রহমান। যদিও খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারেক রহমান লড়বেন কেবলমাত্র মায়ের পুরোনো ঘাঁটি বগুড়া-৬ থেকে।
বিআলো/শিলি



