দুই দিনেই উপচে পড়ল বাবরি মসজিদের দানবাক্স
আর্ন্তজাতিক ডেস্ক: কলকাতায় হুমায়ুন কবিরের উদ্যোগে বাবরি মসজিদের জন্য স্থাপন করা ১১টি দানবাক্স মাত্র দুই দিনেই উপচে পড়েছে দানে।
রবিবার রাতে বিশেষ মেশিনে টাকা গোনা শুরু হলে প্রথম চারটি বাক্স ও একটি বস্তা মিলিয়ে পাওয়া যায় ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অনলাইনেও এসেছে ৯৩ লাখ রুপি।
তৃণমূল কংগ্রেস তাকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে। ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার মানুষের ভিড় হয়েছিল এবং সেদিনই রাখা হয় স্টিলের তৈরি বড় ১১টি দানবাক্স।
হুমায়ুনের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত দানে তহবিল কয়েক কোটি রুপি ছাড়াতে পারে। রোববার রাত ৭টা থেকে ১২টা পর্যন্ত টাকা গোনা হয়; সোমবার বিকেল ৫টায় বাকি বাক্সগুলো খোলা হবে। স্বচ্ছতার জন্য পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
তার ঘনিষ্ঠ মহলের ভাষ্য, দানের পরিমাণ প্রত্যাশার চেয়েও অনেক বেশি। নিরাপত্তার কারণে আলাদা ঘর, সিসিটিভি ও অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে; ব্যাংকের সঙ্গে আলোচনা হচ্ছে।
দল থেকে বহিষ্কার হওয়ার পর হুমায়ুন ঘোষণা দিয়েছেন, ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং রাজ্যের ১৩৫টি আসনে লড়বেন। বেলডাঙায় মসজিদ নির্মাণের কাজ তিনি শেষ করেই ছাড়বেন বলেও জানান।
বিআলো/শিলি



