দুই বছর পর বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস
dailybangla
04th Dec 2025 11:40 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার নতুন ছবি ‘সিক্রেট’-এর মাধ্যমে তাকে আবার দেখা যাবে বড় পর্দায়।
বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপুর বিপরীতে থাকছেন আদর আজাদ। মাসের শেষ দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার ফেসবুকে নতুন ফটোসেশনের ছবি শেয়ার করেন তিনি। সোনালি নকশার শাড়ি, মানানসই গহনা আর ফুলের খোঁপায় তার নতুন লুক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
কেউ কেউ মন্তব্য করেছেন- অপু বিশ্বাস এখন শুধু নায়িকা নন, বরং ফ্যাশন আইকন হিসেবেও সমান জনপ্রিয়।
বিআলো/শিলি



