দুই মাসের কম সময়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ : শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দুই মাসেরও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা ছাড়াই ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, এবার ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনও বাহুল্য বা আনুষ্ঠানিক আয়োজন থাকবে না। প্রতিটি বোর্ড নিজ নিজ ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করবে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত এক আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।
ড. আবরার বলেন, আমরা চাই শিক্ষার্থীদের ফলাফল দ্রুত এবং সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া হোক। এজন্য এবার ভিন্নধর্মী পন্থায় ফল প্রকাশ করা হচ্ছে, যেখানে আনুষ্ঠানিকতা বা অতিরিক্ত ব্যয় নেই।
তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করবে। অনলাইনে এবং নির্ধারিত মোবাইল এসএমএস পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই পরীক্ষায়। সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বোর্ড থেকে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ফল প্রকাশে স্বচ্ছতা, দ্রুততা এবং শিক্ষার্থীবান্ধবতা বজায় রাখতে আমরা সচেষ্ট ছিলাম। আশা করছি, সময়মতো ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাজীবনের পরিকল্পনা গ্রহণে সক্ষম হবে।
বিআলো/এফএইচএস