দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ
dailybangla
22nd Sep 2025 11:44 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।
এই দুই কর্মকর্তা হলেন- মেজর জেনারেল কবীর আহাম্মদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিআলো/শিলি