দুদক আইন সংস্কার: মেয়াদ কমল, সদস্য বাড়ল
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের কাঠামো ও কার্যক্রমে বড় পরিবর্তন এনে কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি ও মেয়াদ কমিয়ে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও কার্যকর ও গতিশীল করতে কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ করা হয়েছে। একই সঙ্গে কমিশনের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর নির্ধারণ করা হয়েছে। এসব পরিবর্তন এনে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
মঙ্গলবার সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি হয়। এতে বলা হয়, এখন থেকে দুদকে অন্তত একজন নারী কমিশনার এবং একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ কমিশনার নিয়োগ দিতে হবে। কমিশনের সদস্যদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, প্রতি ছয় মাস অন্তর দুদককে তাদের কার্যক্রমের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি দুদকের সব কর্মকর্তার জন্য সম্পদের হিসাব দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষমতাও দুদককে দেওয়া হয়েছে।
তবে নতুন কাঠামোয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দুদক সংশ্লিষ্টরা। বিদ্যমান কমিশনের ক্ষেত্রে এই সংশোধন কার্যকর হবে কিনা, সে সিদ্ধান্ত সরকারের ওপর ন্যস্ত রাখা হয়েছে।
বিআলো/শিলি



