দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: দুপুরের মধ্যে দেশের ১২ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে- পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই সব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সময় এসব জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দিনে যেকোনো সময় এই বৃষ্টি এবং ঝড়ো হাওয়া তীব্র আকারে দেখা দিতে পারে। ফলে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষ, কৃষক এবং পথচারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিআলো/শিলি