দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন এমিরেটসের লয়্যাল গ্রাহকরা
অর্থনৈতিক ডেস্ক: এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের বিশেষ উদ্যোগ ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’ এর অধীনে প্রোগ্রামের সদস্যরা দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করার জন্য হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন। স্কাইওয়ার্ডস সদস্যদের জন্য অপেক্ষা করছে মনোমুগ্ধকর আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো, স্পোর্টস টুর্নামেন্ট ইত্যাদি।
এজন্য লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা তাদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহার বা হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে পারবেন। এক জোড়া হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার মাইলের প্রয়োজন পড়বে। মাইল ব্যবহার বা রিডিম করার ক্ষেত্রেও একই পরিমান পয়েন্ট দরকার হবে।
সামনের মাসগুলোতে কোকা-কোলা অ্যারিনায় বেশ কিছু জাকজমকপূর্ণ কনসার্ট এবং ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা। এদের মধ্যে আরবী এবং বলিউড তারকারাও থাকবেন। এছাড়াও থাকবে বেশ কিছু এক্সাইটিং স্পোর্টস ইভেন্ট। হসপিটালিটি টিকিটের মাধ্যমে গ্রাহকরা প্রিমিয়াম আসনে বসতে এবং স্টেজের সবচেয়ে ভাল প্যানারমিক ভিউ উপভোগ করার সুযোগ পাবেন।
এমিরেটসের লয়্যালটি প্রোগ্রামের স্পনসরশীপ পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ এবং সুবিস্তৃত। এই স্পন্সরশীপের সুবিধা নিয়ে এমিরেটস তাদের লয়্যালটি সদস্যদের নিয়মিতগভাবে বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে থাকে। সারাবিশ্বে এই প্রোগ্রামের সদস্য সংখ্যা সাড়ে তিন কোটি এবং বাংলাদেশে প্রায় এক লক্ষ।
বিআলো/তুরাগ