• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারও ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান 

     dailybangla 
    22nd Sep 2025 12:31 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খানিকটা প্রতিযোগিতার আভাস দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটাররা। কিন্তু সালমান আলিদের করা স্কোর সহজেই উতরে গেল ভারত। আর ৬ উইকেটের জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরেও উঠে এলো সূর্য কুমাররা।

    ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে নেমে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

    রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি ভারত। দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে শুভ সূচনা পায় তারা। এই দুই ব্যাটারের চার-ছক্কার ফুলঝুরিতে দ্রুত বাড়তে থাকে দলীয় স্কোর। মাত্র ৫৯ বলে দুজন মিলে তোলেন ১০৫ রান।

    শুবমান গিলকে (২৮ বলে ৪৭) যখন বোল্ড করেন ফাহিম আশরাফ, ভারতের ইনিংসের তখন ৯.৫ ওভার। রান ১০৫/১। ৬১ বলে দরকার ৬৭। চার বল পর অধিনায়ক সূর্যকুমার যাদব (০) আউট।

    পরের ওভারে ‘ঝুম বরাবর ঝুম শারাবি’র মতো বাল্লেবাজি করা ওপেনার অভিষেক শর্মাও (৩৯ বলে ৭৪) সাজঘরে ফিরলে, পাকিস্তান খানিকটা দম ফেলার ফুরসত পায়।

    পাক-ভারত টি ২০তে অভিষেকের ২৪ বলে ফিফটি দ্বিতীয় দ্রুততম। কিন্তু দুই চিরবৈরী পড়শির দ্বৈরথ নিকট অতীতের মতো একপেশে, একঘেয়েতে পর্যবসিত হলো শেষতক। দুই ওপেনার অভিষেক ও গিল জয়ের ভিত গড়ে দেওয়ার পর তিলক ভার্মা (১৯ বলে ৩০*) সাত বল বাকি থাকতে শাহিন আফ্রিদিকে চার মেরে ভারতকে জিতিয়ে দেন।

    প্রথম ১০ ওভারে ৯১ রান। শেষ তিন ওভারে ৪২। তবু পাকিস্তান ১৭১ রানের বেশি জমা করতে পারেনি স্কোর বোর্ডে। সালমান আগাদের এই সংগ্রহে ভারতীয় ফিল্ডারদেরও অবদান রয়েছে। চারটি ক্যাচ ফেলেছেন তারা।
    এরআগেও চারটি ক্যাচ ভারতীয় ফিল্ডাররা মিস করেছিলেন টি ২০তে পাকিস্তানেরই বিপক্ষে, ২০২২ বিশ্বকাপে। তবে কাল উড়ন্ত সূচনার পরও ১৭১ রানে থেমে যাওয়া হতাশ করেছে তাদের।

    এই সংগ্রহে মুখ্য অবদান ওপেনার সাহিবজাদা ফারহানের। ইনিংস সর্বোচ্চ ৪৫ বলে ৫৮ রান আসে তার ব্যাট থেকে। বুমরার প্রথম তিন ওভারে ৩৪ রান নেওয়া ফারহান দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুবের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন। তিনে ব্যাট করতে নামা আইয়ুব ১৭ বলে ২৯ রান করেন।

    তবে পাকিস্তানের রানের চাকা শ্লথ হয়ে পড়ে সূর্যকুমার শিবম দুবেকে আক্রমণে নিয়ে আসার পর। দুবে (২/৩৩) ফারহান ও আইয়ুব দুজনকেই তুলে নেন। দুই প্রাপ্ত থেকে পেসার দুবে ও স্পিনার দুবে মিলে পাকিস্তানের রান তোলার গতিতে লাগাম টেনে দেন।

    এ সময় ছয় ওভারেরও বেশি কোনো বাউন্ডারি পাননি পাকিস্তানি ব্যাটাররা। আইয়ুবের মতো মোহাম্মদ নওয়াজও ২১ এবং ফাহিম আশরাফ ২০ রান করেন মাত্র আট বল খেলে। নয় বলে ১৫ রান করেন ইনিংস উদ্বোধন করতে নামা ফখর জামান।

    সংক্ষিপ্ত স্কোর:
    পাকিস্তান ১৭১/৫, ২০ ওভারে (সাহিবজাদা ফারহান ৫৮, ফখর জামান ১৫, সাইম আইয়ুব ২১, হুসাইন তালাত ১০, মোহাম্মদ নওয়াজ ২১, সালমান আগা ১৭*, ফাহিম আশরাফ ২০*। শিবম দুবে ২/৩৩)। ভারত ১৭৪/৪, ১৮.৫ ওভারে (অভিষেক শর্মা ৭৪, শুবমান গিল ৪৭, তিলক ভার্মা ৩০*, সঞ্জু স্যামসন ১৩, হার্দিক পান্ডিয়া ৭*। হারিস রউফ ২/২৬)। ফল : ভারত ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : অভিষেক শর্মা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930