দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সভায় কমিটির সদস্যরা অংশ নেন।
উপদেষ্টা বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।”
তিনি জানান, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রুট দিয়ে মাদক দেশে প্রবেশ করছে, আবার এর বিনিময়ে চাল, সার ও ওষুধ বাইরে যাচ্ছে। শুধু কক্সবাজার-চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌ-রুটেও একই প্রবণতা দেখা যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করছে।
প্রতিমা ভাঙচুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার সতর্ক রয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
কৃষকের আলুর ন্যায্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, “ন্যায্যমূল্য না পেলে কৃষক চাষ কমিয়ে দেবে বা বন্ধ করবে। তখন আবার দাম বেড়ে যাবে। তাই কোল্ড স্টোরেজ গেটে কেজিপ্রতি আলুর ন্যূনতম মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারিভাবে ক্রয় করে সংরক্ষণ করা হবে।”
ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মো. মাহাবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস